সোনারগাঁয়ে তৃতীয় দিনেও ভোক্তা অধিকার আইনে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বেপারী মার্কেটে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই চাউল আরতদারকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত ।
রোববার(২২শে মার্চ) দুপুর দেড়টার দিকে পিরোজপুর ইউনিয়নের মেঘনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃসাইদুল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম বলেন, মূল্য তালিকা না থাকায় পেয়াজের মূল্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি বিক্রি করায় এবং অতিরিক্ত চাল ও ডাল মজুত করায় ঝাউচর এলাকার দেলোয়ার হোসেন ছেলে কামরুল দুটি অপরাধে চল্লিশ হাজার টাকা ও আনসার আলীকে চাউল মজুদ রাখায় ভোক্তা অধিকার আইনে ৫০হাজার টাকা সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় তিনি স্থানীয় জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান,ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাছুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ও সোনারগাঁ থানার এসআই সৈয়দ আজিজুল হকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন