সোনারগাঁয়ের কৃতিসন্তান শফিকুল ইসলাম বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত
তায়িন আহম্মেদ রাতুলঃ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগন্জ সোনারগাঁয়ের কৃতি সন্তান ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃশফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ন সম্পাদক পদে তিন বছরের জন্য নির্বাচিত করেছেন।
সোমবার (৯মার্চ)সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত রোটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃআবদুল আউয়াল তালুকদারের স্বাক্ষরিত চিঠিতে শফিকুল ইসলামকে আগামী তিন বছরের জন্য নির্বাচিত করেন।মোঃশফিকুল ইসলাম বর্তমানে সোনারগাঁ উপজেলার শিক্ষক সমিতির সভাপতি।
বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক নির্বাচিত করায় শফিকুল ইসলাম সোনারগাঁ উপজেলা সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মাঝে দোয়া কামনা করেছেন এদিকে শফিকুল ইসলাম সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা তাকে অভিনন্দন জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন