করোনা ভাইরাসের সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে হাত ধোয়ায় উদ্ভুদ্ধকরণ কর্মসূচি পালন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় করোনা ভাইরাসের সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে হাত ধোয়ায় উদ্ভুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার(১১মার্চ) উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজে এ কর্মসূচি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাত ধোয়ার নিয়ম ও সতর্কতা বিষয়ক শুভ উদ্বোধন করেন মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় তিনি পিরোজপুর ইউনিয়ন তথা সোনারগাঁ উপজেলার সমস্ত স্কুল,কলেজ ও মাদ্রাসা পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,হাজী আবু হানিফ,হাজী আলম চাঁন, কামাল হোসেন, আবু সাঈদ ও জাহিদ হাসান বাবু প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন