উপজেলা আঃলীগ আহবায়ক কমিটির ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু ভাস্কর্যের শ্রদ্ধা নিবেদন
আজকের সংবাদ ডেস্কঃ সারাদেশের ন্যায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষন ইউনেস্কো কতৃক বিশ্ব প্রামান্য দলিল হিসেবে স্থান পাওয়ায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর চত্বরে বঙ্গবন্ধু ভাস্কর্যের শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি।
শনিবার (৭ ই মার্চ)সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা আহবায়ক কমিটির আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাস ভুইয়ার সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক, জেলা আওয়ামী লীগের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আহবায়ক কমিটির সদস্য মাহমুদা আক্তার ফেন্সী, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনারগাঁ জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক জহিরুল হক,বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রব ডাক্তার,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নেকবর হোসেন নাহিদ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ মিয়া,আবু সাঈদ,ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু,আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন,লুৎফর রহমান,মাসুম বিল্লাহ, কামাল হোসেন,আবু হানিফ,আলমচাঁন,মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক নেতা তাজুল ইসলাম সহ উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন