করোনা প্রতিরোধে সোনারগাঁয়ে ওয়ার্ড পর্যায়ে গঠিত হল স্বেচ্ছাসেবক টিম
আজকের সংবাদ ডেস্কঃ কোভিড-১৯ বা করোনাভাইরাস প্রতিরোধে সোনারগাঁয়ের উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম একই দিনে আলাদাভাবে ৯টি ইউনিয়ন পরিষদে হাজির হয়ে আলাদা ভাবে ৯টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক টিম গঠন করেন।
সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কে দিকনির্দেশনা প্রদান করেন এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করতে বলেন।
তিনি আরো বলেন, সচেতনতা বৃদ্ধিতে মাইকিং অব্যাহত রাখবেন এবং মূল্য যেন বৃদ্ধি না পায় সেজন্য চেয়ারম্যানদের কে বাজার তদারকি করবেন। জাতির এই ক্লান্তিলগ্নে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সতর্কতাই পারে করোনা ভাইরাস প্রতিরোধ করতে।
এসময় পিরোজপুর, জামপুর, সনমান্দি, বারদী, বৈদ্যেরবাজার, শম্ভুপুরা, কাঁচপুর, মোগরাপাড়া ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কে বিনামূল্যে মাস্ক ও করোনা ভাইরাস থেকে সচেতন হতে সতর্ক বার্তা সম্বোলিত লিফলেট বিতরণ করতে দেখা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন