সোনারগাঁয়ের কথিত সাংবাদিক শাহজালাল গ্রেফতার
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কথিত সাংবাদিক শাহজালালকে নরসিংদীতে আটক করেছে নরসিংদী সদর থানা পুলিশ।
বর্তমানে শাহ জালাল নরসিংদী জেলা কারাগারে রয়েছে। শাহ জালালের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এমনকি,জামাত শিবিরের সক্রিয় সদস্য হিসাবে সে পরিচিত।
বৃহস্পতিবার (৫ই মার্চ) নরসিংদীতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সাথে শাহজালাল তার মালিকানায় থাকা প্রাইভেট কারের কাগজপত্র ঠিক না থাকলে বিশেষ পেশার ক্ষমতা প্রদর্শণ ও ক্ষমতার অপ্রব্যবহার ও অশোভন আচরন করেন। ক্ষমতার অপ্রব্যবহার ও অশোভন আচরন করায় ঠিক কতদিনের কারাদন্ড দেয়া হয়েছে এ ব্যাপারে কোন তথ্য জানা যায়নি।
নরসিংদী সদর থানার ওসি জানান,কথিত সাংবাদিক শাহ জালাল নরসিংদীতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সাথে ক্ষমতার অপ্রব্যবহার ও অশোভন আচরন করায় তাকে সাজা দিয়ে নরসিংদী কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়,কথিত সাংবাদিক শাহ জালাল সোনারগাঁয়ের পিরোজপুর ইউপির পিরোজপুর গ্রামের আলম চাঁনের ছেলে।
উল্লেখ্য যে, গত জাতীয় নির্বাচন চলাকালীন সময়ে শাহজালালের বিরুদ্ধে নাশকতার মামলা হলেও স্থানীয় প্রভাব ও বিশেষ পেশার ক্ষমতা বলে ধরা ছোঁয়ার বাইরে থেকে যান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন