সোনারগাঁয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
তাহিন আহম্মেদঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
সোমবার(৯মার্চ)উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন,সহকারী কমিশনার (ভূমি)আল মামুন,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির,কাঁচপুর হাইওয়ে পুলিশ অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী,পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ,কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর,বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান,উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস,উপজেলা ইউডিএফ শাহানারা আঁচলসহ সোনারগাঁ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগণ।
এসময় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় করোনাভাইরাস,মুজিব শতবর্ষ উদযাপন,বাল্য বিয়ে প্রতিরোধ,মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ,উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তার যানজট নিরসন,শান্তি শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করনীয় বিষয় সিদ্ধান্ত নেয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন