কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির তত্ত্বাবধানে গরীব ও দুঃস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ
তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক,সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়ের নেতৃত্বে ও কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির তত্ত্বাবধানে গরীব ও দুঃস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
সোমবার(৩০শে মার্চ)বিকেলে কাঁচপুর পুরান বাজার এলাকায় গরীব ও দুঃস্থ্যদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হানিফ হক বলেন,এমপি লিয়াকত হোসেন খোকার উদ্যোগে ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক,সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়ের নেতৃত্বে গরীব ও দুঃস্থ্যদের মাঝে প্রায় ১০০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়। আগামীতেও এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়নের জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আল মামুন,আঃহাই,সাধারন সম্পাদক মোঃ রোকন,আবেদ আলী মেম্বার,মোঃ মকবুল হোসেনসহ স্বেচ্ছাসেবক পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন