নিম্ন আয়ের মানুষের পাশে ইউএনও সাইদুল ইসলাম
তায়িন আহম্মেদ রাতুল মরণ ব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী দিচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম।
শনিবার(২৮শে মার্চ) রাতে উপজেলার পৌরসভার বাড়ী শ্রীরামপুর, বাগমুছা, পৌরভবনাথপুর,বাড়ি শ্যামকুমার সহ বেশ কয়েকটি গ্রামে নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে গিয়ে চাল,ডাল,তৈল,আলু, লবন সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ইউএনও সাইদুল ইসলাম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। আমি শুধু ওনার প্রতিনিধি হয়ে নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছি। এসময় তিনি ঘরে থাকা সকলকে সচেতন থাকার আহবান জানান। সেই সাথে তাদের করোনা ভাইরাস প্রতিরোধে নানা সচেতনতামূলক পরামর্শ ও জীবাণু নাশক হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন