সোনারগাঁয়ে কালাম এর উদ্যোগে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জম্মবার্ষিকী পালিত
আজকের সংবাদ ডেস্কঃনারায়ণগন্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জম্মবার্ষিকী পালিত।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শত জম্ম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার(১৭মার্চ)সকালে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি চৌরাস্তা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁ যাদুঘরে এসে বঙ্গবন্ধুর ভার্স্কযে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন মাহফুজুর রহমান কালাম।পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শ্রদ্ধা জানানোর পরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শত বার্ষিকীতে নেতাকর্মী নিয়ে কেক কেটে আলোচনা সভা ও খাবার বিতরণ করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম।
এছাড়াও মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া চৌরাস্তা অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন ও আতস বাজি ফুটিয়ে বঙ্গবন্ধুর শত জম্মবাষিকী পালন করা হবে।
শত জম্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্ন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম,সন্মানদী ইনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু,জেলা আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বী,সন্মানদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইসাক মিয়া, জেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান কামাল,স্বাধীনতা পরিষদের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ করিম আহম্মেদ, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন,উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোতালেব,সাধারণ সম্পাদক এমদাদ আওয়ামী লীগ নেতা ও টাইগার ক্লাবের সভাপতি নুরে-আলম,উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ শাহিন,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার হাসান খাঁন সাজু, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ, পৌরসভা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি রিয়াদ হোসেন,সাধারণ সম্পাদক রাকিব রহমান,যুগ্ম সম্পাদক জুম্মন ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ সজিব প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজেদ ভুইয়াসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন