সোনারগাঁয়ে বাজারে ভীড় ঠেকাতে প্রশাসনের নতুন পরিকল্পনাঃ
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ উপজেলা প্রশাসন,পুলিশ আর সেনাবাহিনীর এত তৎপরতার পরেও যখন বাজারগুলিতে কোন ভাবেই মানুষের ঢল ঠেকানো যাচ্ছেনা। সে অবস্থায় সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসন হাতে নিয়েছে নতুন পরিকল্পনা।
এ শুধু সোনারগাঁ এর চিত্র নয় সারা বাংলাদেশে মানুষকে ঘরে রাখতে হিমশিম খাচ্ছে প্রশাসন।
এরই মধ্যে বেড়েছে সরকারি ছুটি,আর বাজারগুলো হয়ে উঠছে মানুষের একমাত্র আড্ডাস্থল।
বাজারে ভীড় ঠেকাতে ইতিমধ্যে নতুন পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হয়ে গেছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃসাইদুল ইসলাম।
দু'একদিনের মধ্যেই সোনারগাঁবাসী এর সুফল পেতে শুরু করবেন বলে তিনি জানান।
এই মহামারী ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে চলার কোন বিকল্প নেই। দু'একদিনের মধ্যে সোনারগাঁ এর সমস্ত বড় বড় বাজারগুলো খোলা মাঠে স্থানান্তর করা হবে বলে প্রশাসনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে, এমনটাই জানা গেছে। ইতিমধ্যে প্রশাসনের উদ্যোগে আমিনপুর মাঠে শাকসবজির বাজারের কাজ চলছে। বিস্তারিত আসছে….
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন