করোনায় অসহায় পরিবারের মাঝে এমপি খোকার রমজানের উপহার সামগ্রী বিতরণ অব্যাহত
আজকের সংবাদ ডেস্কঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০এপ্রিল)সকালে জামপুর ইউনিয়ন ১,২,ও,৩ নং ওয়ার্ডের অসহায় হতদরিদ্র স্বজনদের মাঝে বিতরণের জন্য জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মো হানিফ,ছগির ভুইয়া গ্যালমান মেম্বার,সানাউল্লাহ মেম্বার ও মেম্বার প্রার্থী আশরাফুল এর কাছে বুঝিয়ে দেন তারই ভাতিজা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক হাজ্বী জাবেদ রায়হান জয় ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম।
সোনারগাঁও উপজেলার সর্বস্তরের জনগণের কাছে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ইতিমধ্যে দলীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে উপহার সামগ্রীর পৌঁছে দিয়ে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সদস্য আনিসুর রহমান বাবু ও ফজলুল হক মাস্টারসহ অন্যান্য নেতাকর্মী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন