সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজোব ছড়ানোর দায়ে এক ব্যক্তির জেল ও জরিমানা
আজকের সংবাদ ডেস্কঃ ফেসবুকে পোষ্টের মাধ্যমে গুজব ছড়ানোর কারণে নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়ার করোনায় আক্রান্ত আবু বক্কর কে নিয়ে গুজব ছড়ানোর দায়ে একই এলাকার বাসিন্দা সানাউল্লাহর ছেলে মোঃ নজরুল কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে মিথ্যা গুজব ছড়ানোর কারণে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি এসময় আরো বলেন,আপনারা কেউ গুজব ছড়াবেন না,গুজবে কান দিবেন না যদি কেউ গুজব ছড়ান তাহলে কঠোর হস্তে দমন করা হবে।
আমরা খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গুজব ছড়ানো, অপপ্রচার এবং উদ্দেশ্যে প্রণোদিতভাবে আংশিক তথ্য প্রচারের মাধ্যমে জনগণের মধ্যে উত্তজেনা সৃষ্টিকারী সহ মাদক ব্যবসায়ীদের বিন্দু পরিমান ছাড় দেয়া হবেনা।
প্রিয় সোনারগাঁবাসী আপনাদের ভালো রাখতেই আমাদের এই কঠোরতা। আপনাদের সার্বিক সহোযোগিতা সব সময় কাম্য।
আমরা পথেই আছি…আপনি ঘরে থাকুন…
সুস্থ থাকুন… জয় আমাদের হবেই ইনশাআল্লাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন