করোনাঃ সোনারগাঁয়ে জনসমাগম ঠেকাতে গিয়ে টহল চৌকিতে ২ পুলিশ আহত
আজকের সংবাদ ডেস্কঃ সারাদেশের ন্যায় সোনারগাঁওয়ে মহামারি দূর্যোগ করোনায় সাধারণ মানুষের জনসমাগম রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনের সময় সড়ক দূর্ঘটনায় সোনারগাঁ থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল মামুন (২৫) ও নওশাদুল ইসলাম ইমন (২৫)
সোমবার (৬ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেরীখালী ব্রিজের সামনে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পার্শ্ববর্তী মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনের সময় ঐ দুই কনস্টেবল একটি গাড়ি থামান চেক করার জন্য। সেটি থামিয়ে চেক করার সময় পিছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান এসে তাদের ধাক্কা দেয় এতে তারা গুরুতর আহত হয়। আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন