করোনা অজুহাতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি,ব্যবসায়ীদের অর্থদণ্ড
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাসের অজুহাতে পিয়াজ,আদা,রসুন,চাউল ও নিত্যপণ্যের বাজারে দাম বৃদ্ধি করায় অভিযান চালিয়ে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ মার্চ)সকালে উপজেলার কাঁচপুর ও মোগড়াপারা বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল মামুন।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল মামুন বলেন,করোনাভাইরাসের অজুহাতে কেজিতে পিয়াজ,আধা,রসুনের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে ভোক্তা অধিকার আইনে মোগরাপাড়া ইউনিয়নের কাঁচাবাজারের ৪ দোকানিকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা ও একই অপরাধে কাঁচপুর কাঁচাবাজারে ৩ দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় বাজারের অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। বাজার সহনশীল পর্যায়ে রাখতে মনিটরিং সহ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন