লোগাং ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে জীবাণু নাশক স্প্রে
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ১নং লোগাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে করোনা ভাইরাসে সামাজিক দুরত্ব সম্পর্কে জনসাধারণ কে সচেতনতা করা ও বিভিন্ন এলাকায় জীবাণু নাশক স্প্রে করা হয়।
০৪ এপ্রিল শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত লোগাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিদিনের মতো ধারাবাহিক কার্যক্রম হিসাবে প্রতিটি বাড়ি বাড়ি, দোকান,মসজিদ,মন্দিরে জীবাণু নাশক স্প্রে করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন,লোগাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল হোসাইন,সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সাদ্দাম হোসাইন,যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান,সহ-সভাপতি,মোঃ রহিম,দপ্তর সম্পাদক মোঃ সোহেল।আরও উপস্থিত ছিলেন লোগাং ইউনিয়ন ছাত্রলীগ ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
লোগাং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মোঃসাদ্দাম হোসাইন বলেন,আমাদের কার্যক্রমকে গতিশীল করতে লোগাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আন্তরিক ভাবে দিক নির্দেশনা দিচ্ছেন।আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখে মানুষ সচেতন করে যাচ্ছি।
লোগাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃমনির হোসেন বলেন,লোগাং ইউনিয়ন ছাত্রলীগের করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মূলক প্রচারণা ও কার্যক্রম প্রশংসার দাবীদার।তাদের এই কার্যক্রম সবাইকে সচেতনতা বৃদ্ধি করতে ভূমিকা রাখছে।তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন