সাতভাইয়া পাড়ায় এক ব্যাক্তি করোনায় আক্রান্ত
আশপাশের বাড়ি লকডাউন।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া এলাকায় এক ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
এ ঘটনার পর সোমবার(২০এপ্রিল)ওই বাড়ি সহ আশপাশের কয়েকটি পরিবারকে লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল মামুন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল মামুন জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া এলাকার ওই ব্যক্তি গত শুক্রবার থেকে জ্বর, সর্দি ও ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন। শনিবার সকালে তার করোনা উপসর্গ মনে হওয়ায় স্বজনরা তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়।পরে রোববার তার পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে তাকে তার বাড়িতে থাকতে বলা হয় নতুবা ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নেয়ার জন্য বলা হয়। তিনি যথেষ্ট সচেতন হওয়ায় তাকে বাড়িতে রাখা হয় এবং সম্পূর্ণ বাসা থেকে বের হওয়া নিষেধ করে দেয়া হয়।
তিনি আরো বলেন, ওই ব্যক্তি আক্রান্তের পর ওই বাড়ীসহ আশপাশের কয়েকটি বাড়িসহ এলাকা লকডাউন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন