চাল চুরি,গুজব ছড়ানো ও স্বজনপ্রীতির দায়ে ইউপি সদস্য কবির হোসেন বরখাস্ত
আজকের সংবাদ ডেস্কঃ চাল চুরি,গুজব ছড়ানো ও স্বজনপ্রীতির দায়ে বরখাস্ত সোনারগাঁ এর ইউপি সদস্য কবির হোসেন
রোববার দুপুরে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়েছে।
জানা যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির হোসেন গুজব ছড়ানো,স্বজনপ্রীতি, ও চাল চুরির ঘটনায় জড়িত থাকায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা গৃহীত হয়েছে ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এহেন কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। যদি কোন চেয়ারম্যান, ইউপি সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ সামগ্রীর এক বিন্দু পরিমান আত্মসাৎ করে তবে তাকে কঠোর হাতে দমন করা হবে। বরখাস্ত করার পাশাপাশি জেল জরিমানা সহ সকল আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন