করোনা উপসর্গে নয় স্ট্রোক করে মারা গেছেন সোনারগাঁয়ের শরাফত উল্লাহ্
আজকের সংবাদ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রিপোর্টে জানা গেছে করোনা উপসর্গে নয় স্ট্রোক করে মারা গেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার বাসিন্দা শরাফত উল্লাহ্ (৫৫)।
বৃহস্পতিবার(৯এপ্রিল)বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি রিপোর্ট সুত্রে জানা যায়,তিনি করোনা উপসর্গে নয় স্ট্রোক করে মারা গেছেন।
শরাফত উল্লাহ্ দীর্ঘ ১০ বছর যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল এবং ধুমপানও করতেন এরমধ্যে গত কয়েকদিন ধরে জ্বর,সর্দি-কাশিতে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
গতকাল বুধবার তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এসময় জ্বর,সর্দি-কাশিতে মারা যাওয়ায় এলাকায় ছড়িয়ে পড়ে যে তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এলাকাবাসী করোনার প্রাদুর্ভাবের ভয়ে লাশ ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা করতে পাঠায়। এবং কর্তব্যরত চিকিৎসক তার নমুনা সংগ্রহ করেন।
আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দীন স্বাক্ষরিত রিপোর্টে কোভিট -১৯ করোনা নেগেটিভ বলে উল্লেখ্য করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন