সোনারগাঁয়ের ১ম করোনা রোগীর ৩ প্রতিবেশী করোনা পজিটিভ
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৯জন হয়েছে। উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরী পাড়া এলাকার সোনারগাঁওয়ের প্রথম করোনা রোগী আবু বকর সিদ্দিকের (১৪) প্রতিবেশী তিনজন কোভিড-১৯ বা করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া সোনারগাঁওয়ে দু’জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে।
ডা. পলাশ কুমার সাহা জানান, গত রোববার (১৯ এপ্রিল) সোনারগাঁয়ে ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়।তাদের নমুনা পরীক্ষায় ১১ জনের নেগেটিভ আসে। তবে হাড়িয়া চৌধুরী পাড়া এলাকার তিন জনের নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। নেগেটিভ সনাক্তদের বিস্তারিত নিম্নে দেয়া হলো:
১৯.০৪.২০২০ তারিখে গৃহিত ১৪টি স্যাম্পলের ফলাফলঃ
COVID-19 পজিটিভ – ৩ জন।
COVID-19 নেগেটিভ-১১ জন।
নেগেটিভ১১ জনের তালিকাঃ
১).আল আমিন,২০বছর,
ঝাউচর,নিউটাউন,পিরোজপুর-৩,সোনারগাঁ।
২).স্বাধীন, ২১ বছর,
টিপরদি, আমিনপুর-১, সোনারগাঁ।
৩).তালহা, ২.৫ বছর,
হাড়িয়া চৌঃপাড়া,বৈদ্দেরবাজার, সোনারগাঁ।
৪).তামান্না,৯ বছর,
হাড়িয়া চৌঃপাড়া,বৈদ্দেরবাজার, সোনারগাঁ।
৫).আবু রাহাত,১৪ বছর
হাড়িয়া চৌঃপাড়া,বৈদ্দেরবাজার, সোনারগাঁ।
৬).নীলা, ৮ বছর
হাড়িয়া চৌঃপাড়া,বৈদ্দেরবাজার, সোনারগাঁ।
৭).হাছেদা,৫০ বছর
হাড়িয়া চৌঃপাড়া,বৈদ্দেরবাজার, সোনারগাঁ।
৮).মফিজউদ্দিন,৭০ বছর
হাড়িয়া চৌঃপাড়া,বৈদ্দেরবাজার, সোনারগাঁ।
৯).আলেয়া,২৫ বছর
হাড়িয়া চৌঃপাড়া,বৈদ্দেরবাজার, সোনারগাঁ।
১০).নবীর হোসেন,৩৫ বছর
হাড়িয়া চৌঃপাড়া,বৈদ্দেরবাজার, সোনারগাঁ।
১১).নিলুফা,২৪ বছর
হাড়িয়া চৌঃপাড়া,বৈদ্দেরবাজার, সোনারগাঁ।
তিনি আরো জানান, সোনারগাঁওয়ে করোনার পরিস্থিতি অবনতি হচ্ছে। সচেতন না হওয়ার কারনে এ করোনা ছড়িয়ে পড়ছে। সকলে সাবধান ও সচেতন হয়ে ঘরে থাকুন। না হলে সোনারগাঁওয়ে ভয়াবহতার রূপ দেখতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন