করোনাঃ পাকুন্ডায় ৫ শত পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পাকুন্ডা স্কুল মাঠে ও বাড়ী বাড়ী গিয়ে সাধারণ মানুষের ঘরে নিত্যপ্রয়োজনীয় খাবার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ সকল আহবায়ক কমিটির সদস্য বৃন্দ।
শুক্রবার (৩রা এপ্রিল) বিকেল ৪টায় সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা ২০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ঘরবন্ধি ৫ শত পরিবারের মাঝে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সদস্য ডাঃ আবুজাফর বিরুকে সাথে নিয়ে ত্রান,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
ত্রান সামগ্রীর প্রতিটি বস্তার মধ্যে রয়েছে ১০কেজি চাল, ৩ কেজি ডাল,২ লিটার ভোজ্য তেল,সাবান,লবন ও হ্যান্ড স্যানিটাইজার।
দেশের এই দূর্যোগে আপনারা বাসায়ই থাকবেন,আমরা খাদ্য নিয়ে বাড়ি বাড়ি চলে আসব। সোনারগাঁয়ের মানুষের জন্য হটলাইন নাম্বার রাখা হয়েছে খাদ্যের প্রয়োজন পরলে তাদেরকে জানানোর কথা বলেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় আরো উপস্থিত ছিলেন,শামসুদ্দিন আবু খান,হুমায়ুন মেম্বারসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সংগঠন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন