এমপি খোকার নিজস্ব অর্থায়নে সোনারগাঁয়ে খাদ্য উপহার সামগ্রী বিতরণ।
আজকের সংবাদ ডেস্কঃ করোনা মোকাবিলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে পৌরসভা ও মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
নারায়ণগন্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান জয় এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
সোমবার বিকেলে উপজেলার পৌরসভার ৭ও ৯নং ওয়ার্ডে ও মোগরাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জাতীয় পার্টির পৌরসভা স্বেচ্ছাসেবকপার্টির সাধারণ সম্পাদক আবুল হোসেন,শরীফ,মাইনুল,অপু,রাব্বি ও রায়হানের কাছে কর্মহীন মানুষের জন্য এসব খাদ্য উপহার সামগ্রী তুলে দেন।
খাদ্য উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল,১ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবন, এক লিটার তেল।
এসময় হাজী জাবেদ রায়হান জয় জানান,এমপি লিয়াকত হোসেন খোকার উদ্যোগে ও তার নিজস্ব অর্থায়নে এই উপহার সামগ্রী পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে বিতরণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন