পানছড়িতে করো সন্দেহে নমুনা নেওয়া আরও দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কোভিড-১৯ করোনা ভাইরাস সন্দেহে পানছড়ি উপজেলার পূঁজগাং এলাকা থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে দুইটির ফলাফল নেগেটিভ এসেছে।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার কাছ থেকে এই তথ্য জানা যাই।
তিনি বলেনঃ বর্তমান সময় সর্দি বা কাশি হওয়ার সময়। সর্দি বা জ্বর হলে যে করোনা ভাইরাসে আক্রান্ত হবে তা সঠিক নয়।নমুনার ফলাফল না আসা পর্যন্ত কেউ যাতে কোন বিভ্রান্তি না ছড়ায় এবং কেউ যেন আতঙ্কিত না হয় সেদিকে সবাইকে সচেতনতার সহিত দৃষ্টি রাখতে হবে।এবং সবাইকে নিয়মিত স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন