আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ৯ বছরের এক মেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা এ তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকার ৯ বছর বয়সী মেয়ের কোভিড-১৯ বা করোনা পজিটিভ এসেছে। টেস্টটি ঢাকা মেডিকেল কলেজে করা হয়েছে। তবে ২য় শ্রেণীর ৯ বছরের ছোট্ট মেয়েটি বর্তমানে ভাল আছে।
এ নিয়ে সোনারগাঁয়ে মোট ১২জন করোনা আক্রান্ত হয়েছেন৷ আক্রান্তদের মধ্যে শম্ভপুর ইউনিয়নের চেলারচর ও মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে ২ ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন