রাতে দুস্থদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে চেয়ারম্যান আয়নাল হক ফাউন্ডেশন
বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরে জনসমাগম ঠেকাতে রাতের আধারে কর্মহীন দুস্থদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন প্রয়াত চেয়ারম্যান আয়নাল হক ফাউন্ডেশন।
শনিবার রাতে ধামগড় ইউপির জাঙ্গাল গ্রাম থেকে প্রথমে এ ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেন।পর্যায়ক্রমে আশপাশের গ্রামগুলোতে এক হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে বলে জানান ফাউন্ডেশনের সভাপতি আজিজুল হক দেওয়ান ।
রাতে ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে জনসমাগম ঠেকাতে।দিনে বিতরণ করা হলে জনসমাগম গঠবে।এতে করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা রয়েছে।ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত খাকবে।
প্রয়াত আয়নাল হক ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন।তার দুই ছেলে আজিজুল হক ও কামাল হোসেন কর্মহীন হতদরিদ্রদের রাতে ঘর থেকে ডেকে ডেকে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন