সোনারগাঁয়ের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীদের মাঝে এমপি খোকার খাদ্য সহায়তা
তায়িন আহম্মেদ রাতুলঃপ্রতিদিনের ন্যায় আজও খাদ্য উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁয়েরয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বুধবার(২২শে এপ্রিল)সকালে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের হাতে তুলে দেওয়া হয়।
সোনারগাঁ উপজেলাধীন ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনারগাঁয়ের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের মাঝে এমপি খোকার পাঠানো এই সকল খাদ্য সামগ্রী তুলে দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল।
এ প্রসঙ্গে মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা পক্ষে আবু নাঈম ইকবাল বলেন,যতোদিন পর্যন্ত এই করোনার ভয়াবহতা থাকবে ঠিক ততোদিনই আমি সোনারগাঁয়ের সকল পেশার মানুষের পাশে থেকে এই ধরনের সহায়তা করে যাবো।
এসময় আরও উপস্থিতি ছিলেন,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সদস্য আনিছুর রহমান বাবু,জাতীয় ছাত্র সমাজের সোনারগাঁ উপজেলা সভাপতি ফজলুল হক মাস্টার ও জাতীয় পার্টির নেতা অখিল উদ্দিন মেম্বার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন