দরিদ্র চালক এবং হেলপারদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ এমপি খোকার
তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নিজস্ব অর্থায়নে দরিদ্র চালক এবং হেলপারদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে এমপি লিয়াকত হোসেন খোকার পক্ষে নারায়ণগন্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য আনিসুর রহমান এ ত্রাণ সামগ্রী তুলে দেন সোনারগাঁ শ্রমিক কল্যান সংসদ এর সভাপতি মোঃ নুর নবীর হাতে।
এমপি খোকার দেয়া এ ত্রাণ সামগ্রী পরে বিতরন করা হবে বোরাক,স্বদেশ,নাফ,এবং দোয়েল গাড়ির ৫৮ জন হত দরিদ্র চালক এবং হেলপারদের মাঝে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন