৪ শত পরিবারের ত্রান সামগ্রী নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দিলেন চৈতী গ্রুপ
আজকের সংবাদ ডেস্কঃ সাধারণ মানুষের করোনা পরিস্থিতি মোকাবেলা স্বাভাবিক করতে ৪ শত পরিবারের জন্য ত্রান সামগ্রী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের হাতে তুলে দিলেন চৈতী গ্রুপ।
বৃহস্পতিবার(২এপ্রিল)দুপুর ২ টায় উপজেলা অডিটোরিয়ামে চৈতী কম্পোজিটের জিএম (এডমিন) মিজানুর রহমান করোনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে অসহায় হয়ে পরা পরিবারের জন্য ত্রান সামগ্রী গুলো বুঝিয়ে দেন। তিনি বলেন, প্রাথমিক অবস্থায় আমরা ৪ পরিবারের জন্য ত্রান সামগ্রী নিয়ে এসেছি পরবর্তীতে আমরা আরো কিছু সহায়তা প্রদান করার পরিকল্পনা করছি। চৈতী গ্রুপের চেয়ারম্যান আবুল কালামের বরাত দিয়ে তিনি আরো জানান, বাংলাদেশের বিভিন্ন এলাকায় আবুল কালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যে ত্রান সহায়তা অব্যাহত রয়েছে। চাঁদপুরে ১ হাজার পরিবারকে সহায়তা করা হয়েছে।
ত্রান সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার তেল, সাবান ও ১ কেজি পিয়াজ ১ রয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, চৈতী কম্পোজিটের ডিজিএম (এডমিন) বদরুল ইসলাম,এজিএম মোশাররফ হোসেন প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন