এমপি খোকার নিজস্ব অর্থায়নে নোয়াগাঁও ইউনিয়নে অসহায় গরিব মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ
আজকের সংবাদ ডেস্কঃ করোনার আঘাতে সারাদেশ অঘোষিত লকডাউন। বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষের নিত্যদিনেরর রোজগার। বিশেষ করে যারা দিন আনে দিন খায় তাদের এখন করুন অবস্থা। তাদের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা তার নিজস্ব অর্থায়নে অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
রোববার(১২এপ্রিল) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে বিভিন্ন ওর্য়াডের জন্য খাদ্য বিতরণ করা হয় পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এ কর্মসুচি চলবে বলে জানিয়েছেন এমপি লিয়াকত হোসেন খোকার পক্ষে খাদ্য বিতরণকারী নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য আনিসুর রহমান বাবু।
তিনি জানান,করোনা ভাইরাসের কারণে সারা দেশ কার্যত লকডাউন। যে কারণে অসহায় গরিব মানুষরা কাজ করতে পরছে না।তাদের সাহায্যর করার জন্য।এমপি খোকার উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজ নোয়াগাঁও ইউনিয়নে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নে গুলোতে বিতরণ করা হবে।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য আনিসুর রহমান বাবু ও সদস্য ফজলুল হক মাস্টার এর কাছ থেকে এ খাদ্য সামগ্রী বুঝে নেন নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষে নোয়াগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাকিব হাসান জয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন