ইঞ্জিনিয়ার মাছুমের মাহে রমজানের বিশেষ উপহার বিতরণে হাজ্বী আলাউদ্দীন।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক,পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাছুমের নিজস্ব অর্থায়নে মাহে রমজানের বিশেষ উপহার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁওয়ের অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে পৌঁছে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলাউদ্দিন।
বুধবার (২৯এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউপির নয়াগাঁও গ্রামের কর্মহীন মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাছুমের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলাউদ্দিন।
তিনি বলেন, সোনারগাঁ উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাছুমের প্রবিত্র মাহে রমজান মাসের বিশেষ উপহার পিরোজপুর নয়াগাঁও গ্রামের কর্মহীন অসহায় গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।তিনি আরও বলেন ইঞ্জিনিয়ার মাছুমের উদ্যোগে এ ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিতি ছিলেন পিরোজপুর ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাদল হোসেন বিপ্লব, মোহাম্মদ আব্দুল্লাহসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন