লিয়াকত হোসেন খোকা এমপির পক্ষে ৫শ' পরিবারকে খাদ্য সামগ্রী উপহার প্রদান
আজকের সংবাদ ডেস্কঃ করোনা মোকাবিলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে ৫শ' পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়পার্টি নেতা আনিসুর রহমান বাবু ও ফজলুল হক মাস্টার এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ড ও পিরোজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয় পার্টির নেতা ওমর ফারুক টিটু জাহাঙ্গীর মেম্বার লুৎফুর রহমান তোতা ও ইকবালের কাছে পাঁচ শতাধিক কর্মহীন মানুষের জন্য এসব খাদ্য উপহার সামগ্রী তুলে দেন।
খাদ্য উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবন, এক লিটার তেল।
এসময় আনিসুর রহমান বাবু জানান,এমপি লিয়াকত হোসেন খোকার উদ্যোগে ও তার নিজস্ব অর্থায়নে এই উপহার সামগ্রী পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে বিতরণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন