মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের ২০০০ ব্যাচের উদ্যোগে রোজার ইফতার ও ত্রান বিতরণ।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় বৈশ্বিক দুর্যোগ কোভিড-১৯ বা করোনা ভাইরাসের সংকটে জুয়েল রানা হাজ্বী ইকবাল ও আয়েশা সিদ্দীকা শিখার উদ্যোগে আটশত পরিবারের পাশে দাঁড়িয়েছে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের ২০০০ ব্যাচের একঝাঁক শিক্ষার্থী।
শনিবার(২২এপ্রিল)সকালে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য যে, ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা প্রত্যেকেই বর্তমানে বিভিন্ন পেশা ও ব্যক্তিগত ভাবে ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠিত। তারা ইতিপূর্বে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৬ শত পরিবারে পাশে দাঁড়িয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে রমজান মাসে তারা আরো ত্রান সামগ্রী সরবরাহ করে বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করবেন।
এসময় উপস্থিত ছিলেন,পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাজী সেলিম রেজা, আওয়ামীলীগ নেতা হাজী শাহিন আলম, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সেলিম রেজা, সার্বিক ভাবে সহযোগিতা করেন, মোঃ ফারুক, মোঃ নুরুজ্জামান, মোঃ নজরুল, মোঃ শাখওয়াত,মেহজাবিন, জাহাঙ্গীর, নোয়াব প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন