করোনাঃ অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পাশে এমপি খোকা।
আজকের সংবাদ ডেস্কঃ মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতায় নারায়ণগন্জ সোনারগাঁ উপজেলার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রায় ৫০ জন মুক্তিযোদ্ধার কে চাল,ডাল,আলু,তেল,পিয়াজ সহ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।
শনিবার(৪ এপ্রিল)সকাল ১০টায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে নিজস্ব অর্থায়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক জাবেদ রায়হান জয়ের নেতৃত্বে এ ত্রাণ হস্তান্তর করা হয় মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানার কাছে। পরে তিনি এ ত্রাণ সামগ্রী অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ওসমান গনি,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য আনিসুর রহমান বাবুসহ আরো অনেকে।
ত্রান সামগ্রীর প্রতিটি বস্তার মধ্যে রয়েছে ১০কেজি চাল,৩ কেজি ডাল,২ লিটার ভোজ্য তেল,২কেজি পিয়াজ,সাবান,লবন ও হ্যান্ড স্যানিটাইজার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন