এতিমদের সাথে ইফতার করলেন স্বপরিবারে ইউএনও সাইদুল ইসলাম
আজকের সংবাদ ডেস্কঃ পবিত্র রমজান মাস রহমত, বরকত ও নাজাতের মাস তাই প্রথম ইফতার স্বপরিবারে এতিমদের সাথে করলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম।
শনিবার (২৫ এপ্রিল) মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতের মাস রোজার প্রথম ইফতার করতে সোনারগাঁও পৌরসভার ভট্টপুর এলাকায় অবস্থিত মাদরাতুস সিরাতুল মুস্তাকিম এতিমখানায় তার একমাত্র কন্যা সন্তানসহ স্বপরিবারে ইফতার সামগ্রী নিয়ে হাজির হয়ে এতিমদের সাথেই করলেন ইফতার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে মা বাবা হারা শিশুদের কথা চিন্তা করেই তাদের সাথে ইফতারের আনন্দ টুকু ভাগ করার জন্য গিয়েছিলাম। সমাজে এদেরই শুধুমাত্র কোথায় যাওয়ার জায়গা নেই।
ইফতারের পূর্বে এতিমদের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন তিনি। তাদের কাছে দেশ বাসীর করোনা মুক্তির দোয়া চেয়ে মোনাজাতে অংশ নেন তিনি। এরপর তাদেরকে নিয়ে একসাথে বসে ইফতার করেন। জানা যায় এসময় করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সোনারগাঁবাসী ও দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন