সোনারগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে শরাফত উল্লাহ নামের এক ব্যক্তির মৃত্যু
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে শরাফত উল্লাহ (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু।
বুধবার(৮এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার শরাফত উল্লাহ(৬২)নামের এক ব্যক্তি গত কয়েকদিন ধরে জ্বর ও পাতলা পায়খানা জনিত সমস্যায় ভুগছিলেন।আজ তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার সাহা বলেন,তিনি করোনা রোগে মারা গেছেন কিনা তা পরিক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রির্পোট হাতে আসলে বলা যাবে কি কারণে তিনি মারা গেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন