সামাজিক দূরত্বের তোয়াক্কা নেই সোনারগাঁয়ের ঝাউচর এলাকায়
নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর বাজারে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই প্রতিদিন বসছে বাজার। এতে ব্যবসায়ী ও এলাকাবাসী মারাত্মকভাবে করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে।
প্রশাসনের নিকট এলাকাবাসীর দাবি, করোনা ঝুঁকি কেটে যাওয়ার আগ পর্যন্ত এই বাজারটি সামাজিক দূরত্ব করে দুপুর ২টা পর্যন্ত করা হোক। এলাকাবাসী জানায় স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের তোয়াক্কা না করে সকাল থেকে সন্ধ্যা অবধি রমরমা ব্যবসা করে যাচ্ছে এই কোরনার মধ্যে।
কেননা এলাকার মাঠে খুব সহজেই সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা ও বিক্রেতারা কেনাবেচা করতে পারবেন। এতে উভয়েই করোনা ঝুঁকি থেকে নিরাপদ থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন