সরকারি নির্দেশ অমান্য করে কারখানা চালু রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
আজকের সংবাদ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে পুরো নারায়ণগঞ্জ জেলাতে যখন লকডাউন ঘোষণা করছে জেলা প্রশাসন। সেখানে সরকারি নির্দেশনা অমান্য করে সোনারগাঁ উপজেলার তালতলা এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানা চালু রাখায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রুহুল আমিন পাটোয়ারীর মুনলাইট ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আল মামুন বৈশ্বিক দুর্যোগ কোভিড-১৯ বা করোনা কালীন সময়ে জোরপূর্বক শ্রমিকদের কারখানায় কাজ করানোর ও ঝুঁকিপূর্ণ জেনেও কারখানার কার্যক্রম বন্ধ না করায় সংক্রমক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ আইনে মুনলাইট ফ্যাক্টরির মালিক রুহুল আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত কালে তালতলা ফাঁড়ির উপপরিদর্শক আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন