কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তির মৃত্যু লাশ দাফনে বাধা।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে আসাদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু এলাকাবাসীর লাশ দাফন করতে বাধা প্রদান।
শনিবার(১৮এপ্রিল) দুপুরে তিনি শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামে মারা যান।
জানা যায়,মৃত আসাদ নারায়ণগঞ্জ উনার ছেলের বাসা থেকে গ্রামে আসার পর এলাকার পঞ্চায়তের সিদ্ধান্ত মোতাবেক হোম কোয়ারেন্টাইনে ছিলেন।৬/৭ দিন হোম কোয়ারেন্টাইনে থেকে ঠান্ডা জ্বর ও গলা ব্যথায় আজ শনিবার দুপুরে তিনি মারা যান।
এদিকে করোনার উপসর্গ নিয়ে আসাদ মিয়া(৫৫)মৃত্যু বরণ করায় করোনায় আক্রান্ত হয়ে-ছিলো কিনা সনাক্ত না করে লাশ দাফন করতে বাধা প্রদান করেছেন এলাকাবাসী। তারা জানান,পরীক্ষা না করে লাশ দাফন করতে দেয়া হবেনা।
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক লাশ দাফনের ব্যবস্থা করা হয়।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তিকে লাশ দাফন করার জন্য পরিবারকে নির্দেশ দেয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন