সোনারগাঁয়ে ঈদের দিনেও ১৮ জন করোনা রোগী সনাক্ত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ২৫ মে, ২০২০

সোনারগাঁয়ে ঈদের দিনেও ১৮ জন করোনা রোগী সনাক্ত


সোনারগাঁয়ে ঈদের দিনেও ১৮ জন করোনা রোগী সনাক্ত





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পবিত্র ঈদের দিনেও ১৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।





পবিত্র ঈদের দিন নামাজের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার সাহা এ বিষয়টি নিশ্চিত করেন।





পলাশ কুমার সাহা জানান,গত শনিবার ৭০ জনের নমুনা পরিক্ষা শেষে আজ পবিত্র ঈদের দিনে ১৮ জনের করোনা রির্পোট পজেটিভ আসে এর মধ্যে ৮জন প্রাপ্তবয়ষ্ক পুরুষ, ৮জন প্রাপ্তবয়ষ্ক মহিলা এবং ২জন মেয়ে শিশু  রয়েছে।





করোনায় আক্রান্তের ১৮জনের পজেটিভের মধ্যে





উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মী-১জন পুরুষ।
পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী - ১জন পুরুষ।





মোগরাপাড়া ইউনিয়নের মোট-৬ জন,এর মধ্যে
বাড়িমজলিশ -২জন পুরুষ, ৩ জন মহিলা ও ভৈরবদি-১জন মহিলা। 





সনমান্দি ইউনিয়নে মোট-৮ জন এর মধ্যে 
জাইদারগাঁও -৪জন পুরুষ,২জন মহিলা ও ১জন মেয়ে শিশু(৪বছর), সন্মানদী গ্রামে-১ জন মহিলা।





কাঁচপুর ইউনিয়নে-২জন এর মধ্যে পশ্চিম বৈহাকৈর -১জন মহিলা ও ১জন মেয়ে শিশু(৬বছর)।





সোনারগাঁয়ে সোমবার পর্যন্ত ১৮জনসহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ১৫৫জন। এরমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৪জন এবং সুস্থ হয়েছেন -৫৫জন।





এদিকে সেচ্ছাসেবী সাংবাদিকরা ও সেচ্ছাসেবীরা একে একে করোনায় আক্রান্ত যারা হয়েছেন তাদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন,তাদের বাড়ীতে বাড়ীতে সেচ্ছাসেবীরা নিয়মিত খাদ্য উপহার সামগ্রীর পৌঁছে দিচ্ছেন।





উল্লেখ্য প্রথম থেকেই এই সেচ্ছাসেবী সাংবাদিক ও সেচ্ছাসেবীরাই করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের ও করোনা আক্রান্তের সন্দেহ হয়ে যারা মারা গেছেন তাদেরও দাফন সম্পর্ন করেছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭