করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস এমপি খোকার
নিজস্ব প্রতিবেদকঃ করোনায় সর্বশেষ পরিস্থিতি নিয়ে নারায়নগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃপলাশ কুমার সাহার সাথে বৈঠক করেছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ -৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বৃহস্পতিবার(১৪মে) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদের সাংসদের কার্যালয়ে এ বৈঠক করেন।
এ সময় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও সোনারগাঁ উপজেলা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সুরক্ষা সামগ্রী দ্বিতীয় দফায় পিপিই উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল।
উক্ত আলোচনায় সাংসদ খোকা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহাকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন