ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যুতে এমপি খোকার শোক
আজকের সংবাদ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপির স্ত্রী আনোয়ারা বেগম অসুস্থ জনিত কারণে লাইফ সাপোর্টে থাকাকালীন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৭ বছর।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
সাংসদ লিয়াকত হোসেন খোকা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম এর মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন,পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি সবাইকে যার যার অবস্থান থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানান।
প্রয়াত আনোয়ারা বেগম একজন সফল নারী হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিলেন। একজন দরদী মানুষ হিসেবে সমাজ সেবায় তাঁর অবদান অপরিসীম। হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের কাছে প্রয়াত আনোয়ারা বেগম ছিলেন অকৃত্রিম ভরসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন