টিউশনির জমানো অর্থে ৩৫ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিয়েছি, সাংবাদিক মিঠুন
বিশেষ প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চট্টবানী ও নতুন বাজার পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মিঠুন সাহা ৩৫ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
১৬ মে শনিবার সকালে পানছড়ি বিভিন্ন বাড়িতে বাড়িতে নিজ উদ্যোগ নিজস্ব অর্থায়নে অসহায় ও দরিদ্র মুসলিম পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
১০ পদাতিক ঈদ সামগ্রীর মধ্যে ছিল দুইপ্রকার সেমাই, দুধের প্যাকেট,চিপস,নুডুস,কিচমিচ,বাদাম,সাবান, ট্যাংক, চিনি।
সাংবাদিক মিঠুন সাহার সাথে আলাপ কালে জানান;প্রতি বছর ঈদ আসে মহা আনন্দ নিয়ে।কিন্তু বর্তমান ২০২০ সালে দেশের করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে কোন মানুষ যেন ঈদের আনন্দ থেকে নিরাশ না হয় তার জন্য আমার টিউশনির জমানো অর্থ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।আমি প্রত্যেক বিত্তবানদের তাদের পাশে এগিয়ে আসার জন্য অনুরোধ জানায়।
তালুকদার পাড়ার এক ক্ষুদ্র ব্যবসায়ী এয়াছিন বলেনঃ সাংবাদিক মিঠুন সব সময় আমাদের খুঁজ খবর নেন।কেউ যদি সমস্যায় আছেন শুনেন তৎক্ষনাৎ সে অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়ান।এবার আমরা ঈদ সামগ্রীগুলো পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা তার জন্য দোয়া করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন