করোনা নমুনা সংগ্রহের বুথ উপহার দিলেন এমপি পত্নী ডালিয়া লিয়াকত
আজকের সংবাদ ডেস্কঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব,নারায়ণগঞ্জ -৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিনী সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকতের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন করা হয়েছে।
রোববার(১০মে) সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বুথ উদ্বোধন করা হয়।
সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকতের পক্ষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাহমুদুর রহমান মাসুম,সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.পলাশ কুমার সাহা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাঈম ইকবাল মানবাধিকার নেত্রী জাহানারা আক্তার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সদস্য আনিছুর রহমান বাবু,জাতীয় ছাত্র সমাজের সোনারগাঁ উপজেলা সভাপতি ফজলুল হক মাস্টার এ সময় উপস্থিত ছিলেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.পলাশ কুমার সাহা বলেন,এখন থেকে এ বুথে আগের চেয়ে যত্ন সহকারে নমুনা সংগ্রহ কার্যক্রম চালানো যাবে। এতে করে নমুনা সংগ্রহকারীদেরও ঝুঁকি কমে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন