প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী অসহায়,কর্মহীন পরিবারের মাঝে বিতরণে ইঞ্জিঃমাসুম
আজকের সংবাদ ডেস্কঃ করোনা মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী অসহায়,কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করেন উপজেলার যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
শুক্রবার(১৫ই মে) পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর কাদিরগন্জ এলাকায় ২শত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত উপহার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা ও মমতাজ বেগম প্রমূখ।
এসময় ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম বলেন, করোনা ভাইরাসের কারনে মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
কর্মহীন গরীব দুস্থ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত উপহার বিতরণ করছেি পাশাপাশি নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা করছি। যতদিন করোনার প্রাদুর্ভাব থাকবে ততদিন মানুষের মাঝে অব্যাহত থাকবে আমার এ উপহার সামগ্রী।তিনি এসময় সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা,পাশাপাশি সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য ও অকারনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন আপনারা ঘরে থাকেন নিরাপদে থাকেন,ঘরে খাবার না থাকলে ফোন করবেন খাদ্য সামগ্রী পৌছে যাবে আপনার ঘরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন