সোনারগাঁয়ে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু
তায়িন আহম্মেদ রাতুলঃনারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার(১৬মে)দুপুর ১টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ তার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই নারীর বয়স ৪৬ বছর। তিনি বাড়ি চিনিশ এলাকার মেজবা উদ্দিনের স্ত্রী ও বাড়ীচিনিস এলাকার বিল্লাল হাজ্বীর বোন নারগিস বেগম।
জানা গেছে,কয়েক দিন যাবত ঠান্ডা জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন বলে জানা যায়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান,তাঁর জ্বর ও শ্বাস কষ্ট ছিল,করোনা পরীক্ষার জন্য ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন