অসহায় বিপদগ্রস্ত কৃষকের পাকা ধান কেটে দিলেন থানা যুবদলের নেতাকর্মীরা
আজকের সংবাদ ডেস্কঃ করোনা প্রতিরোধে লক-ডাউন থাকার কারনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অসহায় বিপদগ্রস্ত কৃষকের পাকা ধান কাটায় দিনমজুর না পেলে ধান কেটে দিলেন থানা যুবদলের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সেলিম হোসেন দিপু জানান, অসহায় কৃষকদের কথা চিন্তা করে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে গত এক সপ্তাহ ধরে বারদী ইউনিয়নের অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়াসহ মাড়াই করে দিচ্ছি।
তিনি বলেন, এ কাজের জন্য আমরা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে একটি ধান কাটা কমিটির মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের এ সহযোগীতা অসহায় কৃষদের জন্য অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন