লকডাউনে থাকা করোনা আক্রান্ত ব্যক্তিকে এমপি খোকার উপহার সামগ্রী সরবরাহ
তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা রোগীর সংখ্যা আজকের দেয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তথ্য মতে ৪৯ জন। পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় ২য় দিনে করোনা আক্রান্ত রোগীর বাসায় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ভিটামিন সি জাতীয় ফল পাঠান এমপি লিয়াকত হোসেন খোকা।
শনিবার (৯ মে) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ জননেতা লিয়াকত হোসেন খোকার নির্দেশে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট বুঝিয়ে দেন।
এ ব্যাপারে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, পরিবারগুলো যতদিন লকডাউনে থাকবে ইনশাল্লাহ তাদের দায়িত্ব আমার। এছাড়া সোনারগাঁয়ে কর্মহীন পরিবারের মাঝে আমার স্বেচ্ছাসেবকরা খাদ্য সামগ্রী বিতরণ করছে।
এসময় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক নুর নবী জনি,কামরুজ্জামান রানা প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন