এমপি পত্নী ডালিয়া লিয়াকতের উপহার সামগ্রী বিতরণ অব্যাহত
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিদিনের ন্যায় বৈরী আবহাওয়ার মধ্যেও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকতের পক্ষ থেকে করোনায় অসহায় মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার(২রা মে)সকালে হাবীবপুর এলাকায় অবস্থিত খানকাশরীফ মসজিদ প্রাঙ্গন থেকে এ খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন এমপি পত্নী ডালিয়া লিয়াকত এর পক্ষে নারী নেত্রী জাহানারা বেগম ও কাউন্সিলর জাহেদা আক্তার মনি।
মোগরাপাড়া ইউনিয়নের ১/৩/৪/৭/৮নং ওয়ার্ডের জাতীয় মহিলা পার্টীর সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এমপি পত্নী ডালিয়া লিয়াকতের পক্ষে উপহার সামগ্রী বুঝিয়ে দেন নারী নেত্রী জাহানারা বেগম ও কাউন্সিলর জাহেদা আক্তার মনি।
খাদ্য সামগ্রী বুজিয়ে নেয়ার পরে ১/৩/৪/৭/৮নং ওয়ার্ডের জাতীয় মহিলা পার্টীর সভাপতি রুনা আক্তার,সালমা, শিলা,আকলিমা,লিপি ও সাধারণ সম্পাদক রেজিনা,মনি, পপি,নাজমিন,অহিলাসহ অন্যন্যা নেতাকর্মীরা তাদের ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডের অসহায় মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন।
সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণের কাছে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ইতিমধ্যে দলীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে উপহার সামগ্রীর পৌঁছে দিয়ে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছেন। তারই ধারাবাহিকতায় এমপি পত্নী ডালিয়া লিয়াকত পক্ষে প্রতিদিনই সোনারগাঁয়ের অসহায় মানুষের মাঝে এ উপহার সামগ্রীর বিতরণ করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন