পানছড়ির জাগো সংগঠনের উদ্যোগে তালুকদার পাড়া এলাকায় জীবাণু নাশক স্প্রে করা হয়
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ সম্প্রতি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তালুকদার পাড়া এলাকায় একজন করোনা পজেটিভ আসায় সামাজিক জাগো সংগঠনের ব্যক্তিগত অর্থায়নে করোনা ভাইরাসে সামাজিক দুরত্ব সম্পর্কে জনসাধারণ'কে সচেতনতা করতে পুরো তালুকদার এলাকায় মাইকিং ও জীবাণু নাশক স্প্রে করা হয়।
২৫ মে সোমবার সকাল ৯ টা থেকে পানছড়ি তালুকদার পাড়া এলাকার প্রতিটি বাড়ি বাড়ি,দোকান, মসজিদ মন্দিরে জীবাণু নাশক স্প্রে ও মাইকিং করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন জাগো সংগঠনের সভাপতি উজ্জ্বল বড়ুয়া,সাধারণ সম্পাদক সনজিত দেবনাথ সংগঠনের সদস্য, লক্ষ্মণ বড়ুয়া, রামপ্রসাদ,ডাবলু দেব,বাপ্পি বড়ুয়া,আজাদ ও নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি উজ্জ্বল বড়ুয়া বলেন;একমাত্র স্বাস্থ্য বিধি মেনে চলা ও সচেতনতার মাধ্যমে এই করোনা ভাইরাসের মহামারির সংক্রমিত হওয়া থেকে রক্ষা করা যেতে পারে।যেহেতু আমাদের এলাকায় একজন করোনা পজেটিভ এসেছে।তাই আমরা সংগঠনের পক্ষ থেকে সবাইকে সচেতনতার লক্ষ্যে কাজ করছি আর এই ধারা অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন