সোনারগাঁয়ে ২৪ ঘন্টায় করোনা রোগী সর্বোচ্চ রেকর্ড-২৩
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজ আরোও ২৩জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
সোমবার রাতে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার সাহা এ বিষয়টি নিশ্চিত করেন।
পলাশ কুমার সাহা জানান,আজ সোমবার ৩৭ জনের নমুনা পরিক্ষা শেষে ২৩ জনের করোনা রির্পোট পজেটিভ আসে এর মধ্যে ২০জন প্রাপ্তবয়ষ্ক পুরুষ, ২জন প্রাপ্তবয়ষ্ক মহিলা ও ১জন মহিলা মৃত।
করোনায় আক্রান্তের ২৩ জনের পজেটিভের মধ্যে সোনারগাঁ থানা পুলিশের ১০জন পুরুষ। সোনালী ব্যাংকের -১জন পুরুষ,
পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর-১জন পুরুষ ও মেঘনাঘাট-১জন পুরুষ।
সাদিপুর ইউনিয়নের নয়াপুর-১জন পুরুষ,
মোগরাপাড়া ইউনিয়নের পশ্চিম হাবিবপুর-১জন পুরুষ,বাড়িচিনিশ-২ জন,বাড়িমজলিশ-১জন মহিলা (মৃত্যু),ছোট কাজিরগাঁও -১জন মহিলা,
সনমান্দি ইউনিয়নের বৈদ্যেরকান্দি,অলিপুরা -১জন পুরুষ,বাংলাবাজার-১জন পুরুষ,বারপাড়া,দড়িকান্দি-১ জন পুরুষ,১জন মহিলা।
সোনারগাঁয়ে সোমবার পর্যন্ত ২৩জনসহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ১১২জন। এরমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩জন এবং সুস্থ হয়েছেন -৩১জন।
এদিকে সেচ্ছাসেবী সাংবাদিকরা ও সেচ্ছাসেবীরা একে একে করোনায় আক্রান্ত যারা হয়েছেন তাদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন,তাদের বাড়ীতে বাড়ীতে সেচ্ছাসেবীরা নিয়মিত খাদ্য উপহার সামগ্রীর পৌঁছে দিচ্ছেন।
উল্লেখ্য প্রথম থেকেই এই সেচ্ছাসেবী সাংবাদিক ও সেচ্ছাসেবীরাই করোনা উপসর্গ নিয়ে যে তিন জন মারা গেছেন তাদের ও করোনা আক্রান্ত সন্দেহ হয়ে যারা মারা গেছেন তাদেরও দাফন সম্পর্ন করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন